• বিশ্বের দরবারে বাংলার জয়গান! মহাষ্টমীর শুভেচ্ছাবার্তায় নিজের গান শেয়ার করলেন মমতা
    প্রতিদিন | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে বাংলার জয়গান। সে ঐতিহ্য, সংস্কৃতিই হোক কিংবা কর্মদক্ষতা ? নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছে এই বাংলা। মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই কৃতিত্বের কথাই সোশাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের তৈরি নতুন গান তিনি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে। গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য। সেই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/ কর্মময়ের বাংলা। সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’
  • Link to this news (প্রতিদিন)