ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৃথক দু’টি মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন। শনিবার রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে ব্যারাকপুর কমিশনারেটের মোহনপুর থানার বাবনপুর এলাকায়। পুলিশ জানায়, নৈহাটির বাসিন্দা রাজীব পাল (৩৩) ও সোমনাথ ঘোষ (২৯) একটি বাইকে করে রাত ১২টা নাগাদ ব্যারাকপুরের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারেন। রাস্তায় ছিটকে পড়ে দু’জনেরই মাথা ফেটে যায়। অন্য গাড়িচালকদের নজরে পড়ায় তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ জানায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
রবিবার ষষ্ঠীর দিন সুদীপ্ত পাল (২৬) নামে ঘোলার এক বাসিন্দা জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে দ্রুত গতিতে যাওয়া একটি লরির ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়। ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছয় লেন হওয়ার পরে এমনিতেই গাড়ির গতি বেড়েছে। বার বার বাইক দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। ব্যারাকপুর কমিশনারেট সূত্রের খবর, উৎসবের মরসুমে শহরের ভিতরে যানজট থাকছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ফাঁকা থাকায় দ্রুত গতিতে গাড়ি ও বাইক চালানোর প্রবণতা বেড়েছে। তা ঠেকাতে পুলিশি টহল ও সিসি ক্যামেরা বাড়ানো হচ্ছে।