• লক্ষ্মীর ভান্ডারের টাকায় দুর্গাপুজো
    আনন্দবাজার | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ভাঙড়: প্রথম বছরের পুজো। আবেদন করলেও মেলেনি অনুমোদন বা সরকারি অনুদান। দমে না গিয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের দক্ষিণ কালিকাপুর পঞ্চানন্দতলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকায় দুর্গাপুজো করছেন। কিছু চাঁদাও অবশ্য সংগ্রহ হয়েছে। পুজোর থিম ‘লক্ষ্মীর ভান্ডার’ই। মণ্ডপের সামনে বিশাল আকারের লক্ষ্মীর ভান্ডারের ‘রেপ্লিকা’ তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনের রাস্তায় আলপনা দেওয়া হয়েছে। অর্পিতা বিশ্বাস, অঞ্জনা বিশ্বাস, প্রতিমা বিশ্বাসের মতো কিছু গ্রামবাসী বছর খানেক আগে প্রত্যয়ী নারী সঙ্ঘ নামে একটি মহিলা পরিচালিত ক্লাব গড়েন। ক্লাবই পুজোর উদ্যোক্তা। ক্লাবের সম্পাদক রিমি বিশ্বাস জানান, তাঁরা প্রত্যেকে প্রায় সাত-আট মাসের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে পাওয়া টাকা পুজোর জন্য দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা সংসার সামলেও যাতে সামাজিক কাজ করতে পারি, সে কথা মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে ক্লাব। আমাদের পুজোর পথচলা শুরু হল।’’
  • Link to this news (আনন্দবাজার)