• পথ-বিভাজিকায় সজোরে ধাক্কা গাড়ির, জখম পাঁচ যাত্রী
    আনন্দবাজার | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • আচমকাই বিকট শব্দ। আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখলেন, সেতুতে ওঠার রাস্তার মাঝখানে পথ-বিভাজিকায় ধাক্কা মেরে পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে একটি ছোট গাড়ি। ভিতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ করছেন সওয়ারিরা। সোমবার, সপ্তমীর দুপুরে বালির রাজচন্দ্রপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। তাতে ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের সকলকে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রের খবর, হাওড়ার চ্যাটার্জিহাট থেকে ওই গাড়িতে চালক-সহ পাঁচ জন যাচ্ছিলেন ডানলপের দিকে। জাতীয় সড়কের ‘জ়িরো পয়েন্ট’ পার করে রাজচন্দ্রপুরের কাছে নিবেদিতা সেতুতে ওঠার সময়েই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, ওই ছোট গাড়িটির পাশেই একটি ছোট মালবাহী গাড়ি যাচ্ছিল। আচমকাই আনাজ-বোঝাই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটিতে ধাক্কা মারে। তাতে ওই গাড়িটি সজোরে সেতুতে ওঠার রাস্তার পথ-বিভাজিকায় ধাক্কা মেরে পুরো দুমড়ে যায়। পথ-বিভাজিকা ও মালবাহী গাড়িটির মাঝে আটকে যায় ছোট গাড়িটি। ভিতরেই আটকে পড়েন পাঁচ যাত্রী। খবর পেয়ে নিশ্চিন্দা থানা ও বালি ট্র্যাফিকের পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসেন। নিবেদিতা সেতু থেকে হাইড্রা যন্ত্র নিয়ে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির ভিতর থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়।

    জানা যাচ্ছে, আনাজ-বোঝাই গাড়ির চালক ও খালাসির বড়সড় আঘাত লাগেনি। তবে, ছোট গাড়িটিতে থাকা এক বৃদ্ধার পায়ে ও এক যুবকের মাথায় ও পায়ে মারাত্মক চোট লেগেছে। পুলিশ আনাজ-বোঝাই গাড়িটি আটক করেছে।
  • Link to this news (আনন্দবাজার)