• পুজোয় বাংলার মেয়েকে খুন? অভিযোগ IT কর্মী স্বামীর বিরুদ্ধে
    এই সময় | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ঘরে উমা এসেছেন। সেজেছে গোটা বাংলা। কিন্তু পুজোর সময়ে বাংলার এক তরুণীর মর্মান্তির মৃত্যু গুরুগ্রামে। পুলিশ জানায়, তরুণীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী।

    পুলিশ সূত্রে খবর, ঘটনা গত মঙ্গলবারের। অভিযুক্তের নাম অজয় কুমার (৩০)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অজয়ের সঙ্গে বিয়ে হয় আসানসোলের বাসিন্দা সুইটি শর্মা (২৮)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয় এবং দু’জনেই গুরুগ্রামের একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, অজয় বন্ধুদের একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন। এর পরে তাঁর বন্ধুই পুলিশকে ফোন করে সেই কথা জানান। তিনি জানান, রবিবার দুপুর ৩টে ১৫ মিনিটে অজয় এই মেসেজ করেছিলেন। ওই ভিডিয়ো অনুযায়ী, যুগলের মধ্যে ঝগড়া হয়েছিল। এর পরে পুলিশ তাঁদের আবাসনে পৌঁছে দেখতে পায়, সুইটির দেহ মাটিতে পড়ে। দেহে ছিল ক্ষতচিহ্ন। অজয়ের দেহ সিলিং ফ্যাশনের সঙ্গে ঝুলছিল। তাঁদের কী ভাবে মৃত্যু হয়েছে? তা নিশ্চিত করার জন্য দু'জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সুইটিকে খুন করে আত্মঘাতী হয়েছে অজয়। কেন তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অজয়ের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন সুইটির পরিবারের সদস্যরা। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার।

    তবে সামান্য স্বস্তির বিষয়, এ দিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই এখনও পর্যন্ত পূর্বাভাস। যদিও নবমীতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর জেরে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে এবং দশমীতেও ভারী বৃষ্টির আশঙ্কা।

  • Link to this news (এই সময়)