বিছানায় দুই সন্তানের নিথর দেহ, ফ্যানের থেকে ঝুলছে মা, ঘটনায় হতবাক সকলে ...
আজকাল | ৩০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের সাত বছরের পুত্র সন্তান এবং ছয় মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে মেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্মেন্ট কলোনির নিচু পাড়ায়। সপ্তমীর দিন এই ঘটনায় পুজোর আনন্দ ম্লান হয়ে যায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, আত্মঘাতী গৃহবধুর নাম রুপালি হালদার (২৮)। মৃত পুত্র সন্তান অয়ন হালদার। মৃতদেহ তিনটি পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্র অনুযায়ী জানা যায়, স্বামী অসিত হালদারকে নিয়ে স্ত্রী রুপালি হালদার কিছুদিন ধরে বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে থাকছিলেন। মাত্র তিন-চার মাস আগে মঙ্গলবাড়িতে এসে বসবাস করা শুরু করেন। বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে হামেশাই ঝামেলা লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান। সূত্র অনুযায়ী জানা যায়, ষষ্ঠীর রাত্রেও মৃত গৃহবধুর স্বামী অসিত হালদার তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে পুজো দেখতে যেতে চাইলে স্ত্রী আপত্তি করেন। এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত।
এরপর দুই সন্তানকে নিয়ে ওই গৃহবধূ তাঁর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন এবং স্বামী অন্য জায়গায় ঘুমান। কিন্তু সকাল দশটা বেজে গেলেও ওই গৃহবধূ ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজনদের সন্দেহ হয় এবং দরজা ভেঙে দেখা যায় দুই সন্তানের নিথর দেহ খাটের উপর পড়ে রয়েছে এবং ওই গৃহবধূর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ঘটনার খবর পেয়ে আসে মালদহ থানার পুলিশ। তারা দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং গৃহবধুর স্বামীকে পুলিশ নিজের হেফাজতে নেয়।
আত্মঘাতী গৃহবধূর শ্বশুর তরুণ হালদার জানান ,'নাতিকে সঙ্গে করে ঘুরতে যাওয়া নিয়ে ছেলে এবং বৌমার মধ্যে রাতে ঝামেলা হয়েছিল। বৌমা বাধা দেয় এবং বলে আমার নাতিকে ছেলের সঙ্গে পাঠাবে না। এই নিয়ে ঝামেলা হয় এবং সকালে দেখি এই ধরনের ঘটনা।' ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল। তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।