ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, জগদ্দলে চলল বোমা ও গুলি
আজকাল | ৩০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পুজোর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার জগদ্দল। উঠল গুলি ও বোমা ছোঁড়ার অভিযোগ। ঘটনার জন্য প্রাক্তন সাংসদ ও ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও গোটা ঘটনা অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, অর্জুন মিথ্যাচার করছেন।
অর্জুনের দাবি, তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা ছাড়াও তাঁর ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে। পরপর ছোঁড়া বোমার ধোঁয়ায় বলতে গেলে 'সাদা' হয়ে যায় জগদ্দলের মেঘনা মোড়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থল থেকে কাছেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি। তাঁর অভিযোগ, বোমাবাজির পর দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে শুরু করে। জানা যায়, ওই এলাকার একটি পুজো মণ্ডপে দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হওয়া একটি ঝামেলাকে কেন্দ্র করে হঠাৎ তুমুল গোলমাল বেঁধে যায়। কাছেই পুলিশ থাকায় তারা বিবাদমান দুই গোষ্ঠীকে সরিয়ে দেয়। কিন্তু অভিযোগ এর কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় বোমাবাজি। চলে গুলি।
ঘটনার জেরে স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন, অর্জুন তৃণমূলের দিকে আঙুল তুলে লাগাতার মিথ্যাচার করে চলেছেন। সোমবার রাতে একটি ছেলেকে নৃশংসভাবে মারধর করা হয়। এরপরই শুরু হয় গোলমাল। যে ছেলেটিকে মারধর করা হয়েছে তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সোমনাথ। তিনি বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখার দাবিও জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
অন্যদিকে, একের পর এক এই ঘটনায় ক্ষুব্ধ ব্যারাকপুর শিল্পাঞ্চলের স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি করেছেন উপযুক্ত পুলিশি হস্তক্ষেপের। যাতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। যদিও বোমা ও গুলির আওয়াজ উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর এলাকায় বাসিন্দারা কিছুদিন পর পরই শুনে আসছেন। এই আওয়াজ শুনেই তাঁরা ঘুমাতে যান আবার এই আওয়াজ শুনতে শুনতেই ঘুম থেকে জাগেন বলে অভিযোগ।
এই বছর জানুয়ারি মাসে গুলি চলেছিল ব্যারাকপুরে। সেই ঘটনায় এক যুবক আহত হয়েছিলেন। এই ঘটনায় ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসের সামনেই এই ঘটনা ঘটে। তিন দুষ্কৃতী বাইকে এসে হামলা চালায় বলে অভিযোগ। ওই যুবকের উপর গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। বুকে গুলি লেগে পড়ে যান সেই যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম শেখ ইমতিয়াজ।
২০২৩ সালের নভেম্বরে শুটআউটের ঘটনা ঘটেছিল জগদ্দলে। বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূলকর্মী। নাম ভিকি যাদব। সেই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন।