'মা, মা...', সন্ধিপুজোর শেষে কেঁদে ভাসালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ...
আজকাল | ৩০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই জমকালো পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে। সাবেকি প্রতিমা আর কোনারকের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবার। যা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে।
অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো। আর সেই পুজো শেষে কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বললেন, 'মা সবাইকে ভাল রাখুক। শান্তি রাখুক।সব ধর্মের মানুষকে ভাল রাখুক। ভাল সংস্কৃতি যেন তৈরি হয়। যে সমস্ত অসুররা রাজনীতির বাতাবরণকে নষ্ট করছে, মা যেন তাদের দমন করে। দিদির প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে। আগামী ২৬-এর নির্বাচন মা যেন আশীর্বাদ দেন প্রতিটা অসুরকে যেন পশ্চিমবাংলায় মারতে পারে।'
তৃণমূল সাংসদ আরও বলেন, 'বিজেপির কোনও সংস্কৃতি নেই। ওরা তো ভারতের ঠাকুর দেবতা ছাড়া অন্য কোনও দেবতাকে মানেই না। ওরা দুর্গা, কালী, জগন্নাথকে মানে না। ওরা সনাতনীয় না। সনাতনী কারা? হিন্দু ধর্মের হল তারাই, যে ধর্মের আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে। মায়ের কাছে ছেলের কোনও বিভাজন নেই। সব মানুষ এক। বিজেপি এটাই বোঝে না। গুজরাটের থিওরি পশ্চিমবঙ্গে চলবে না।'
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া পাঞ্জাবী পরে গতকাল নিজের পুজোর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পুজো দেখতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১১২ বছরের এই পুজোর থিম কোনারকের সূর্য মন্দির। সাবেকি ঘরানায় তৈরি হয়েছে প্রতিমা।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সি গ্রিন রঙের পাঞ্জাবী পরে পুজোর উদ্বোধন করেন গতকাল। তিনি জানান, এই পাঞ্জাবী তাঁকে দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজোয় উপহার দিয়েছেন।
'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো স্বীকৃতি প্রসঙ্গে বলেন, 'কেন্দ্রের প্রচেষ্টায় পাওয়া গেছে।' সেই প্রসঙ্গে কল্যাণ বলেন, বাংলায় নরেন্দ্র মোদির জন্মের আগে থেকে দুর্গাপুজো হয়। আসলে ওনার স্বভাব হল যা কিছু হবে তার কৃতিত্ব দাবি করা। সেটা অপারেশন সিঁদুর হোক বা চন্দ্রাযান হোক। বাংলায় দুর্গাপূজা হচ্ছে এবং মানুষের মধ্যে যে উন্মাদনা যে আবেগ ভালবাসা সেটা এসে দেখে যান।প্রধানমন্ত্রীকেও বাংলার পুজোয় স্বাগত জানাচ্ছি।'
এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো উদ্বোধনে এসে ২৬ সোনার বাংলা গড়ার কথা বলেছেন। সে প্রসঙ্গে কল্যাণ বলেন, 'ওরা আগেও ডেলি প্যাসেনঞ্জারি করেছে। যত আসবে তত হারবে।'