আজকাল ওয়েবডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, আর সেই শারদোৎসবকে ঘিরে কলকাতায় সমাজের বিভিন্ন স্তরের মানুষরা বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন। কোথাও বস্ত্র বিতরণ কিংবা ছোট ছোট শিশুদের বই, খাতা, পেন্সিল আবার কোথাও পিছিয়ে পড়া মানুষদের বিভিন্নভাবে পাশে থাকা-সহ একাধিক কর্মসূচির মাধ্যমে এই শারদোৎসব উদযাপন করেন এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন পুজো উদ্যোক্তারা।
এই বছর মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। ‘রিউইভ কলকাতা ২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক মুক্ত সমাজ ও সমাজে ফেলে দেওয়া বা বাতিল হয়ে যাওয়া জামাকাপড় কিভাবে মানুষের সেবায় কাজে লাগানো যায়, তার পথ বার করা । পাশাপাশি, পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থান গড়ে তোলা।
‘রিউইভ কলকাতা ২০২৫’ উপস্থিত রয়েছে নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা সম্মিলনী, ৩৩ পল্লি, আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব এবং এ কে ব্লক, সল্টলেকের পুজো প্রাঙ্গনে। এই সকলে পুজোয় আগত দর্শনার্থীরা স্টল ঘুরে দেখছেন। কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানছেন। এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করছেন। নাকতলা উদয়ন সংঘের স্টলে ষষ্ঠীর দিনে প্রায় ৫০০ গ্রাম পুরনো জামাকাপড় সংগ্রহ করা হয়েছিল। পুজোর দিনগুলোয় সকলেই সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়েছেন। এই কর্মসূচি সম্পর্কে সকলে অবহিত নন। কিন্তু আগত দর্শনার্থীরা সবক’টি পুজো প্যান্ডেলে ‘রিউইভ কলকাতা ২০২৫’-এর স্টলে গিয়ে জানিয়েছেন যে, পুজোর পরেই বাড়ির পুরনো জামাকাপড় তাঁরা দিয়ে যাবেন। অনেকে পরবর্তী সময়ে যোগাযোগ করার জন্য ফোন নম্বরও নিয়ে গিয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর থেকে একটি সুসজ্জিত ভ্যান কর্মসূচির সূচনা করেছে। শহরেরে অলিতে গলিতে পৌঁছে কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করার পাশাপাশি, নাগরিকদের কাছ থেকে পুরনো জামাকাপড় সংগ্রহ করা এবং তাদের সঙ্গে পরিবেশবান্ধব জীবনযাপন নিয়ে সরাসরি আলোচনা করাই ছিল মূল উদ্দেশ্য। এই কর্মসূবচির মাধ্যমে সংগৃহীত পোশাক রূপান্তরিত হবে পরিবেশবান্ধব ও ফ্যাশনেবল ‘র্যাগব্যাগস’-এ, যা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থেকেও মজবুত টেকসই এবং বহুবার ব্যবহারের উপযোগী হবে। এবং একই সঙ্গে এই প্রক্রিয়ায় তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, বিশেষ করে প্রান্তিক নারী ও LGBTQ সম্প্রদায়ের জন্য।
এই উদ্যোগের নেতৃত্ব রয়েছে কর্মা মোক্ষ নির্বাণ (KMN) ফাউন্ডেশন। ২০১৪ সাল থেকে সমাজে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে এই সংগঠন। এই বছরের এই উদ্যোগের সঙ্গে রয়েছে সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশন। বলা চলে, এটি সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশনের একটি সোশ্যাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ। যেটি উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে। এই বছরের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানুষকে সাসটেইনেবল লাইফস্টাইলের সঙ্গে যুক্ত করে একটি ন্যায়সঙ্গত ও সবুজ পৃথিবী গড়ে তোলা।
এই উদ্যোগটির মিডিয়া পার্টনার রেডিও মিরচি ৯৮.৩ এফএম। এর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আইএফবিইসি মুম্বই, ইয়েস ব্যাঙ্ক (সহযোগী অংশীদার), স্পাইসেস অ্যান্ড সসেস (জিরো ওয়েস্ট ক্যাফে পার্টনার)।
‘রিউইভ কলকাতা ২০২৫’-এর লক্ষ্য শুধু জামাকাপড় রিসাইকেল নয়, বরং শহরবাসীর মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা ছড়িয়ে দেওয়া। উদ্যোগটির মাধ্যমে দুর্গাপুজোর উৎসবমুখর পরিবেশে এক নতুন বার্তা ছড়িয়ে পড়ছে— ‘পুরোনোকে নতুন রূপ দাও, প্রকৃতিকে রক্ষা করো’।