• রামকৃষ্ণ মিশন আশ্রমে মহাষ্টমীতে অনুষ্ঠিত হল কুমারী পুজো
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রীতি মেনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে মহাষ্টমীর সকালে অনুষ্ঠিত হল কুমারী পুজো। এ বছরের কুমারী নির্বাচিত হয় জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো এবার ৬৫ তম বর্ষের।মঙ্গলবার সকাল ন'টা থেকে দেবী রূপে সজ্জিত কুমারীকে সিংহাসনে বসিয়ে বেলুড় মঠের রীতি মেনে অনুষ্ঠিত হয় কুমারী পুজো। কুমারী পুজো দেখতে রামকৃষ্ণ মিশন আশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ বলেন, নিষ্ঠার সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও এক শিশুকে দেবী রূপে পুজো করা হয়।পুজো শেষে ভক্তরা কুমারী দেবীর সঙ্গে সেলফি, ছবি তোলেন। তার হাতে তুলে দেন চকোলেট l এবারের কুমারী নির্বাচিত হয় ছ'বছরের জাগৃতি চট্টোপাধ্যায়। তার বাবা সম্রাট চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। মা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। জলপাইগুড়ির সেনপাড়ার বাসিন্দা।
  • Link to this news (বর্তমান)