সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা ভেবেছিল ভারত। যদিও আন্তর্জাতিক চাপ-সহ একাধিক কারণে শেষ পর্যন্ত পিছিয়ে আসে তৎকালীন কংগ্রেস সরকার। সোমবার একথা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম। কংগ্রেস নেতার বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির বক্তব্য, বিদেশি শক্তির কাছেই যে মাথা নুইয়েছিল কংগ্রেস সরকার তা এতদিনে স্বীকার করল তারা।
সাম্প্রতিককালে পহেলগাঁও হামলার পরে অপারেশন সিঁদুর অভিযান চালায় নরেন্দ্র মোদি সরকার। এরপর ভারত ও পাকিস্তান সরাসরি সংঘর্ষে জড়ায়। শেষ পর্যন্ত পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় দিল্লি। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনিই বাণিজ্য সংক্রান্ত হুমকি দিয়ে এশিয়ার দুই দেশের যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্পের দাবি নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করেছেন রাহুল গান্ধীর। এই অবস্থায় ২৬/১১ নিয়ে মুখ খুলে দলের অস্বস্তি বাড়ালেন চিদম্বরম।
একটি হিন্দি সংবাদমাধ্যমকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০০৮ সালে ২৬/১১-র পর গোটা বিশ্ব যেন দিল্লিতে নেমে এসেছিল! আমেরিকার বক্তব্য ছিল ‘যুদ্ধ শুরু করো না’। তিনি জানান, প্রবীণ কূটনীতিকরাও তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকতে পরামর্শ দেন। বিশেষ করে বিদেশ মন্ত্রকের তরফে যুদ্ধে বাধা দেওয়া হয় বলেও দাবি করেন চিদম্বরম।
প্রবীণ কংগ্রেস নেতার এই বক্তব্যের পরেই আসরে নেমেছে বিজেপি। গেরুয়া নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এক্স হ্যান্ডেলে চিদম্বরের সাক্ষাৎকারের একটি ক্লিপ পোস্ট করে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর দলকে উপহাস করেছেন। সঙ্গে লিখেছেন, ১৭ বছর পর, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম স্বীকার করেছেন যে দেশ যা জানত ? বিদেশি চাপের জেরেই ২৬/১১-র পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দেরিতে বোধোদয়!”