সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। এর জেরে মঙ্গলবার সকাল আটটা নাগাদ দিল্লি বিমানবন্দরে জারি হয় ‘এমার্জেন্সি অ্যালার্ট’। গোটা বিমানবন্দর চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত কি ইন্ডিগোর ৬ই৭৬২ বিমানটিতে কিংবা বিমানবন্দরে বোমা পাওয়া গেল?
যাবতীয় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে ‘এমার্জেন্সি অ্যালার্ট’ তুলে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বিমানবন্দর এবং নির্দিষ্ট বিমানটিতে বোমার খোঁজ পাননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাথমিকভাবে যাত্রীদের বিমানবন্দর ছাড়তে বারণ করা হয়েছিল। পরে অবশ্য বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই৭৬২ বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর প্রোটোকল অনুসরণ করে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বিমানের নিরাপত্তাও পরীক্ষা করা হয়। যাত্রীদের যাবতীয় সাহায্য করা হয়েছে। তাঁদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।