অর্ণব দাস, বারাকপুর: সপ্তমীর রাতেও অর্জুন সিংয়ের এলাকার ব্যাপক বোমাবাজি। ভাঙচুর চালানো হল গাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। অভিযোগের তির স্থানীয় কাউন্সিলর নমিত সিংয়ের ছেলের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন মেঘনা মোড়ে একটি দুর্গাপুজো হয়। সপ্তমীর রাতে সেখানে কয়েকজন যুবক নাচা-গান করছিলেন। অভিযোগ, আচমকাই স্থানীয় কাউন্সিলর নমিত সিংয়ের ছেলে সেখানে চড়াও হন। সেখানে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। প্যান্ডেলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা প্রথমে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। পরবর্তীতে নামানো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
জগদ্দলের মেঘনা মোড়ে অশান্তি-বোমাবাজি নতুন নয়। প্রায়ই দুষ্কতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অর্জুন সিং বারবার এই অশান্তির জন্য অভিযোগের আঙুল তোলেন নমিতা সিংয়ের ছেলের দিকেই। আগে এহেন অশান্তির জল গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। এনআইএ তদন্তভারও পেয়েছে। পুজোর মাঝে ফের একই ঘটনার পুনরাবৃত্তি।