• আবাসনে আবাহন: সেরার সেরা স্বীকৃতি পেল কোন ৫ পুজো?
    প্রতিদিন | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মহাষ্টমীর সকালে Skipper Pipes নিবেদিত Sangbad Pratidin ‘আবাসনে আবাহন ২০২৫’ সেরার সেরা ফলাফল ঘোষণা। হেলদি পার্টনার Healthy & Tasty Foods। জুয়েলারি পার্টনার Senco Gold & Diamonds। ফুড পার্টনার Lalbaba Rice। ভেহিকল পার্টনার Tata Motors Cars। আউটডোর সহযোগী Advise Advertising। রেডিও পার্টনার Red FM। আপ্যায়ক Polo Floatel Calcutta।

    বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনায় জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা। তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত। কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা। সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণের পর মহাসপ্তমীর সকালে বেছে নেওয়া হয় সেরা ১০টি আবাসনের পুজোকে। এবার পালা সেরার সেরা বাছাইয়ের। 

    একনজরে দেখে নেওয়া যাক ‘Skipper Pipes’ নিবেদিত ‘আবাসনে আবাহন ২০২৫’ সেরা ৫ পুজো কোনগুলি: 
    মেঘমণি কমপ্লেক্স

    অভিদীপ্তা ১ এইচআইজি পূজা কমিটি

    সুগম পার্ক

    গল্ফগ্রিন শারদোৎসব কমিটি ফেস -১, ৫, ৬

    ডায়মন্ড সিটি সাউথ

    *সেরা ভোগ*
    সিলভার ওক এস্টেট রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
    সুগম পার্ক

    *সেরা প্রতিমা*
    রজত অভান্তে
  • Link to this news (প্রতিদিন)