• ‘খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে’, ষড়যন্ত্রের ইঙ্গিত বিজয়ের? পদপিষ্টের ঘটনার পরে প্রথমবার ভিডিয়ো বার্তা অভিনেতার
    এই সময় | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে টিভিকে। এর পরেই মঙ্গলবার ভিডিয়ো বার্তা দিলেন অভিনেতা বিজয়। জানিয়ে দিলেন, এই ঘটনায় তিনি ব্যথিত। তবে খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে বলে আশা তাঁর।

    তামিলনাড়ুর কারুরে বিজয়ের রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ঘটনায় টিভিকে-র দিকে আঙুল তুলেছে পুলিশ। তাঁদের দাবি, আয়োজকদের ত্রুটি ছিল। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন বিজয়।

    পদপিষ্টের ঘটনার পর এদিন প্রথমবার ভিডিয়ো বার্তা দিলেন বিজয়। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘জীবনে এত বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি। আমার প্রচণ্ড মন খারাপ। বুক ভেঙে যাচ্ছে। সভায় অনেক মানুষ আমাকে দেখতে এসেছিলেন। মানুষের ভালোবাসা এবং স্নেহের জন্য আমি চিরকৃতজ্ঞ।’

    এর পরেই তাঁর রাজনৈতিক জনসভায় নিরাপত্তার কোনও ত্রুটি ছিল না বলে দাবি করেন বিজয়। অভিনেতার কথায়, ‘মানুষের সুরক্ষার সঙ্গে কোনও দিন আপোস করিনি। সেই কারণেই রাজনীতি সরিয়ে রেখে এমন একটা জায়গা বেছে নিয়েছিলাম, যেটা মানুষের জন্য নিরাপদ। পুলিশকেও আমজনতাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু যা হওয়ার ছিল হয়ে গেল।’

    তবে পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিজয়। তবে সরাসরি এ কথা বলেননি তিনি। অভিনেতার কথায়, ‘খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে। আমিও একজন মানুষ। এত মানুষ আক্রান্ত হয়েছেন তাঁদের ছেড়ে কী ভাবে চলে আসতে পারি? আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যেন কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।’

    সিনেমার পর্দা থেকে রাজনীতির ময়দানে নেমেছেন বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে অবশ্য এমন ঘটনা নতুন নয়। তবে তাঁর রাজনৈতিক দল টিভিকে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। গত শনিবার কারুরে তাঁর জনসভা ছিল। বিজয় আসতে দেরি করায় জনতা অধৈর্য হয়ে ওঠেন বলে অভিযোগ। এর পরেই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে।

  • Link to this news (এই সময়)