• কল্যাণী আইটিআইয়ের পুজো দেখে কী ভাবে ফিরবেন? কখন ট্রেন রয়েছে?
    এই সময় | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো নিয়ে বাড়তি উন্মাদনা থাকে দর্শনার্থীদের মধ্যে। এ বারেও তার অন্যথা হয়নি। মহালয়ার পর থেকেই কমবেশি ভিড় দেখা গিয়েছে পুজো মণ্ডপে। পঞ্চমী থেকে ভিড়ের রেকর্ড প্রতিদিনই ভাঙছেন দর্শনার্থীরা। তবে পুজো দেখে ফিরবেন কোন ট্রেনে? কোন স্টেশন থেকে ফিরতে হবে? রইল বিস্তারিত।

    শিয়ালদহ-কল্যাণী স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯.১০ মিনিটে, কল্যাণী পৌঁছবে রাত ১০.২৫ মিনিটে। আবার কল্যাণী-শিয়ালদহ স্পেশাল ট্রেন কল্যাণী থেকে ছাড়বে রাত ১০.৩৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে ১১.৪৮ মিনিটে। শিয়ালদহ-কল্যাণী স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২.১২ মিনিটে এবং কল্যাণী পৌঁছবে ১.২৫ মিনিটে। কল্যাণী-শিয়ালদহ স্পেশাল ট্রেন কল্যাণী থেকে ছাড়বে রাত ১.৩৫ মিনিটে, পৌঁছবে ২.৫৫ মিনিটে।

    মণ্ডপ থেকে আপনাকে সরাসরি কল্যাণী স্টেশন যেতে হবে। মণ্ডপ থেকে এই স্টেশনটি কমবেশি আড়াই কিমি। সাধারণত টোটো, অটো পাওয়া যায় মণ্ডপ পর্যন্ত। তবে পুজোর সময়ে পায়ে হেঁটে পৌঁছতে হবে এই স্টেশনে।

    গত দু’বছর আপ কল্যাণী সীমান্ত লোকালকে গ্যালোপিন ট্রেন করা হয়েছিল। এ বারে শহরের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত সমস্ত কল্যাণী সীমান্ত লোকাল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে রেল। যেহেতু কল্যাণী ঘোষপাড়া স্টেশনের খুব কাছেই আইটিআই অর্থাৎ লুমিনাস ক্লাবের দুর্গাপুজো, তাই জনসমাগম হলে সে ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগেভাগে এই সিদ্ধান্ত রেলের।

    সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপ এবং ডাউন কল্যাণী সীমান্ত লোকাল চলাচল করবে বলে। অন্যদিকে শিয়ালদহ থেকে কল্যাণী আসার অর্থাৎ মেন সেকশনে বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। শিয়ালদহ রানাঘাট ২টি, নৈহাটি রানাঘাট ২টি, রানাঘাট কৃষ্ণনগর ১টি, কৃষ্ণনগর নৈহাটি ২টি, কৃষ্ণনগর কল্যাণী ১টি, কল্যাণী রানাঘাট ১টি ট্রেন দেওয়া হয়েছে। রাত ১১টা ৪৫ থেকে ভোর ৪টে ৫৫ পর্যন্ত রানাঘাট নৈহাটি কৃষ্ণনগর শাখায় চলবে পাঁচটি ট্রেন।

    মায়ানমারের সাগায়িং রিজিয়নে অবস্থিত বৌদ্ধদের পবিত্র প্যাগোডা Hsinbyume Pagoda-র আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মায়াথেইন্দান প্যাগোডা নামেও পরিচিত এটি। সুউচ্চ মণ্ডপের সঙ্গে সুন্দর লাইটিং নজর কেড়েছে দর্শকদের। সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে প্রতিমায়।

  • Link to this news (এই সময়)