• জগন্নাথ মন্দির থিমের প্যাণ্ডেলে সৌমিত্র খাঁ, করলেন প্রশংসা
    দৈনিক স্টেটসম্যান | ০১ অক্টোবর ২০২৫
  • সপ্তমীর রাতে দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে বিতর্কের মুখে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ ইতিমধ্যেই নানা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন এবং মণ্ডপের প্রশংসাও করেছিলেন। তৃণমূল নেতাদেরই একটি বড় অংশ এই পুজোর আয়োজনে যুক্ত।

    এই প্রেক্ষাপটেই সপ্তমীর রাতে সপরিবারে মণ্ডপ দর্শনে আসেন বিজেপি সাংসদ। মণ্ডপ ও প্রতিমা দেখে প্রশংসাও করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?’ তবে তাঁর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা।

    শংকরপুর দুর্গাপুজো কমিটির সভাপতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বাধীন ঘোষ বলেন, ‘পুজো নিয়ে আমরা রাজনীতি করি না। পুজো সবার। মা দুর্গা সবার। পুজোমণ্ডপে যে-ই আসুন না কেন, সকলকেই স্বাগত। তবে আমি বিজেপি সাংসদকে অনুরোধ করব, দিঘায় গিয়ে জগন্নাথ মন্দিরও দেখে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প ও ধর্মের সংমিশ্রণ ঘটিয়েছেন সেখানে।’

    তবে শাসকদলের তরফে বিষয়টিকে কটাক্ষ করে বলা হয়েছে, ভোটের মুখে জনপ্রিয় পুজো মণ্ডপে গিয়ে ‘জনসংযোগ’ বাড়ানোর কৌশলই নিচ্ছেন বিজেপি সাংসদ। উল্লেখ্য, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে বিষ্ণুপুর থেকে সাংসদ হন। পরে বিজেপিতে যোগ দিলে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। বর্তমানে তিনি বিজেপির অন্যতম মুখ, বিশেষত বাঁকুড়া ও দক্ষিণবঙ্গের রাজনীতিতে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)