পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে কলকাতা মেট্রো চড়লেন ২৭ লক্ষেরও বেশি যাত্রী
দৈনিক স্টেটসম্যান | ০১ অক্টোবর ২০২৫
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে কলকাতা মেট্রো চড়লেন ২৭ লক্ষেরও বেশি যাত্রী। এর মধ্যে ৩.১৭ লক্ষ যাত্রী অর্থাৎ প্রায় ১২ শতাংশই আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে টিকিট বুক করেছেন। সপ্তমীর দিন ৯.০৪ লক্ষ যাত্রী মেট্রোতে ভ্রমণ করেছেন। ৭.০২ লক্ষেরও বেশি যাত্রী ব্লু লাইনে এবং ১.৭৭ লক্ষেরও বেশি যাত্রী গ্রিন লাইনে ভ্রমণ করেছেন।
এই তিন দিনে ১৩,৫৭০টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে। এর পাশাপাশি ১,০৭,৯৭৩টি স্মার্ট কার্ড নতুন স্কিমের অধীনে ১০ বছরের জন্য ভ্যালিডিটি দেওয়া হয়েছে। এছাড়াও, এই সময়ের মধ্যে মোট ৫০১টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে যথাক্রমে ১৪৬, ১৬৫ এবং ১৯০টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি হয়েছে।
বুকিং কাউন্টারে ভিড় এড়াতে যাত্রীদের স্টেশনে পৌঁছানোর আগে আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার জন্য অনুরোধ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের উদ্দেশে তাদের বার্তা, বুকিং কাউন্টারে ভিড় এড়াতে এবং মূল্যবান সময় এবং অর্থ সাশ্রয় করতে স্মার্ট কার্ড, ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করার জন্যও অনুরোধ করা হচ্ছে।