অষ্টমীতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা অভিষেকের, খেলেন ফুচকাও
প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর সকালে অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমদমের পুজো মণ্ডপে মেয়ের হাত ধরে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে খেলেন ফুচকা। শুনলেন তাঁদের সমস্যার কথা। আশ্বাস দিলেন পাশে থাকার।
ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার হয়েছে তৃণমূল। তাঁদের ফিরে আসার আর্জি জানানোর পাশাপাশি ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অষ্টমীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে দমদমের জপুরের পুজো মণ্ডপে যান ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর পরনে ছিল কালো কুর্তা-পাঞ্জাবি। আজানিয়া পরেছিল হলুদ সালোয়ার। জপুরের এই জয়শ্রী ক্লাবের মণ্ডপটি কারাগারের আদলে তৈরি। ছোট্ট ঠাকুরদালান বানিয়ে সেখানে অধিষ্ঠান করা হয়েছে দেবী দুর্গাকে। মণ্ডপজুড়ে জেলের কুঠুরি, তাতে বন্দিদেরও রাখা হয়েছে। অভিষেক ও আজানিয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন মণ্ডপ, ঠাকুর প্রণাম সেরে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি। সেখানেই অভিষেকের সঙ্গে দেখা করেন পরিযায়ী শ্রমিকরা।
এদিন ভিনরাজ্যে অত্যাচারিত হয়ে ফিরে আসা শ্রমিকদের সমস্যার খোঁজ-খবর নেন অভিষেক। কীভাবে সংসার চলছে তা জানতে চান। হাতে তুলে দেন পুজোর উপহার। এরপর মেয়েকে পাশে নিয়েই অভিষেক ফুচকা খান পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। সাংসদকে পাশে পেয়ে আপ্লুত তাঁরা। পায়ে হাত দিয়ে প্রণাম করেন।