ছবিমুক্তির দ্বন্দ্বে নেই! বঙ্কিমচন্দ্রকে নিয়ে লড়াই হয় না, দর্শক শেষ কথা বলবে: প্রসেনজিৎ
আনন্দবাজার | ৩০ সেপ্টেম্বর ২০২৫
গালে যত্নে ছাঁটা দাড়ি-গোঁফ। অষ্টমীর সকালে তিনি কালো সুতোর কাজ করা সাদা আঙরাখা পাঞ্জাবি-ধোতি পাজামায়। কততম জন্মদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? টলিউড বলছে, প্রসেনজিতের বয়স বাড়ে না! সে কথা বলছেন অভিনেতা নিজেও। জানিয়েছেন, তিনি মাত্র আঠেরো! প্রতি বছরেই পুজোর আবহে তাঁর জন্মদিন। এ বছর সেই উদ্যাপন অষ্টমীতে। পর্দার নায়কের দিন শুরু হয়েছে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে।
এ দিন তিনি দুপুরে যাবেন হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এই পুজো কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত। প্রত্যেক বছর এই পুজোয় প্রসেনজিৎ আসেন। এ বছরেও সেই ধারা অব্যাহত।
তার আগে প্রসেনজিৎ উত্তর কলকাতায়, বিনোদিনী থিয়েটার (সাবেক স্টার থিয়েটার)-এ। এখানে দেখানো হচ্ছে তাঁর ছবি ‘দেবী চৌধুরাণী’। “দর্শকের সঙ্গে জন্মদিনের প্রথম কেক আমার প্রেক্ষাগৃহে কাটুন,” আবদার জানিয়েছিলেন প্রেক্ষাগৃহের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়। প্রসেনজিৎ সেই ডাকে সাড়া দিয়েছেন। আনন্দবাজার ডট কমকে এ কথা জানিয়েছেন জয়দীপ। এও জানিয়েছেন, কোনও প্রতিযোগিতায় না থেকেই পরিচালক শুভ্রজিৎ মিত্রের এই ছবিটি ভাল ব্যবসা করছে। ‘দেবী চৌধুরাণী’ টানা তিন দিন হাউসফুল।
জন্মদিন সঙ্গে আবার দুর্গাপুজোর অষ্টমী। নায়কের কাছে এই দিনটা তাই আরও বিশেষ। প্রতিদিন হয়তো অঞ্জলি দিতে পারেন না। কিন্তু অষ্টমীর অঞ্জলি কোনও ভাবেই মিস্ করেন না প্রসেনজিৎ। অভিনেতা বললেন, “পুজোর আগে-পরে জন্মদিন প্রতিবছরই পরে। কিন্তু এই বছর আবার অষ্টমী। আমি এমনিই আবেগপ্রবণ মানুষ। আর আজ তো আরও আবেগপ্রবণ হয়ে আছি।” এই মুহূর্তে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে তাঁরই অভিনীত নতুন ছবি। একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও তিনটি ছবি। নায়ক যোগ করলেন, “ছবিমুক্তির দ্বন্দ্বে নেই। বঙ্কিমচন্দ্রকে নিয়ে লড়াই হয় না। দর্শক শেষ কথা বলবে।”
জন্মদিনে দেবীর কাছে কী চাইলেন সকলের ‘বুম্বাদা’? একগাল হেসে আনন্দবাজার ডট কম-কে বললেন, “আমি তো সবার বড়, ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র। সকলের মঙ্গল চাইলাম। এ বছর পুজোয় চারটি ছবি মুক্তি পেয়েছে। চারটি ছবিই যাতে ভাল ব্যবসা করে, সেই প্রার্থনা জানালাম।” বাংলা বিনোদন দুনিয়ার যাতে আরও শ্রীবৃদ্ধি হয়— সে কথাও ঈশ্বরকে জানাতে ভোলেননি তিনি।