পুজোয় আমন্ত্রিত প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ! উদযাপনে সামিল ডায়মন্ড সিটির সমবয়সীরাও
আনন্দবাজার | ৩০ সেপ্টেম্বর ২০২৫
বারোয়ারি থিম পুজো অথবা বনেদি বাড়ির পুজোর ভিড়ে এখনও স্বমহিমায় মাথা তুলে রয়েছে আবাসনের পুজো। এখানকার বাসিন্দারা নিজেরাই নিজেদের উদ্যোগে নানা ধরনের আয়োজন করে থাকেন বছরভর। দুর্গাপুজো বলে কথা, আয়োজনে কোনও কার্পণ্য হয়নি ডায়মন্ড সিটি সাউথের দুর্গোৎসবের।
শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসনের পুজোগুলির মধ্যে অন্যতম চর্চিত পুজো হল এই ডায়মন্ড সিটি সাউথের পুজো। যার বিশেষ আকর্ষণ হল সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থাৎ নাচ-গান-আড্ডার সঙ্গে জমজমাট দুর্গাপুজোর উদ্যাপন। আর তাতেই এ বার সামিল হলেন প্রবীণ নাগরিকরাও।
আসলে সারা বছরই এই পুজোর উদ্যোক্তারা যুক্ত থাকেন নানা সামাজিক কাজকর্মের সঙ্গে। এই স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মাধ্যমে আমন্ত্রিত জানানো হয় প্রবীণ নাগরিকদের। এ বছর তাঁদের জন্যই এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই আবাসন। ঠিক হয়, আবাসনের প্রবীণ নাগরিকেরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত প্রবীণদের পুজোয় স্বাগত জানাবেন।
যেমন ভাবনা, তেমন কাজ। আবাসনের বাসিন্দা কোয়েলি চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সপ্তমীতে অনুষ্ঠিত হয় এই অনবদ্য পরিবেশনা। কেবল প্রবীণ কেন, আট থেকে আশি সকলেই যোগাদান করেন এই অনুষ্ঠানে।