• বেহালার নতুন দলের পুজো মণ্ডপে মর্মান্তিক মৃত্যু গৃহবধুর, বাঁচানো গেল না CPR দিয়েও
    এই সময় | ০১ অক্টোবর ২০২৫
  • ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু। বেহালার নতুন দলের পুজো মণ্ডপে এসে অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতা রানা নামে এক গৃহবধূ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই সঙ্গীতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঙ্গলবার ভোররাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

    পুলিশ সূত্রে খবর, মৃত সঙ্গীতা হরিদেবপুরের বাসিন্দা। সোমবার অর্থাৎ সপ্তমীর সন্ধ্যায় সপরিবারে পুজো দেখতে বেরিয়েছিলেন। নতুন দলের পুজো মণ্ডপে ঠাকুরও দেখেন তিনি। বেরনোর সময়ে এক্সিট গেটের কাছে আচমকাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ছুটে আসেন পুজো কমিটির সদস্য এবং পুলিশ কর্মীরা।

    সঙ্গীতার পরিবারের সদস্য এবং পুলিশ কর্মীরা মিলে CPR দিতে শুরু করেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দেরি না করে পুলিশই সঙ্গীতাকে গাড়িতে করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় সঙ্গীতার।

    সঙ্গীতার শারীরিক সমস্যা ছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। হাঁপানিতে ভুগতেন। বাড়তি ওজনজনিত সমস্যাও ছিল। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সঙ্গীতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • Link to this news (এই সময়)