আজকাল ওয়েবডেস্ক: পুজোয় মর্মান্তিক ঘটনা। বেহালা নূতন দলের পুজো মণ্ডপে এসে এক মহিলার মৃত্যু হল। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রতিমা দর্শনের পরে বেরিয়েই অসুস্থ হন মহিলা। এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন হরিদেবপুরের সঙ্গীতা রানা।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অসুস্থ মহিলাকে সিপিআর দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই সঙ্গীতা রানা নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ এটাও জানিয়েছে, হাঁপানির ক্রনিক পেশেন্ট ছিলেন সঙ্গীতা। পুলিশ এটাও জানিয়েছে, গ্রিন করিডর করেই নিয়ে যাওয়া হয়েছিল ওই মহিলাকে। সিপিআর সাপোর্টও দেওয়া হয়েছিল।
যদিও পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মৃতার এক আত্মীয় বলেন, ‘বারবার অক্সিজেন সাপোর্ট চাইলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। মণ্ডপের ভিতরে এক দর্শনার্থীর সঙ্গে বচসার পরেই অসুস্থ হন তিনি। যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল, তাতে অক্সিজেনের ব্যবস্থা ছিল না। পুলিশ ঘটনার তদন্ত করছে।