• দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে প্রধানমন্ত্রী,করলেন আরতিও
    এই সময় | ০১ অক্টোবর ২০২৫
  • আগেই বাংলায় এসে মা দুর্গার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েক আগেও ‘মন কী বাত’ অনুষ্ঠানে তাঁর মুখে শোনা গিয়েছিল কলকাতার দুর্গাপুজোর কথা। আর এ বার তিনি হাজির হলেন দিল্লির বাঙালিদের খাসতালুক বলে পরিচিত দিল্লির চিত্তরঞ্জন পার্কে। শুধু সেখানে যাওয়ায় নয়, আরতিও করেন প্রধানমন্ত্রী।

    সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই বাঙালি আবেগে শান দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। এই জন্য তিনি ফের বেছে নিলেন মহাষ্টমীর দিনকে। অষ্টমীর সন্ধ্যায় দিল্লির বাঙালি মহল্লা চিত্তরঞ্জন পার্কের দুর্গামণ্ডপে হাজির হন প্রধানমন্ত্রী। কালীবাড়ি মন্দিরে মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়েছেন তিনি।

    প্রসঙ্গত,এই প্রথমবার সিআর পার্কের (চিত্তরঞ্জন পার্কে) দুর্গাপুজোয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।  নিজের হাতে কালীবাড়ি মন্দিরে আরতিও করেন তিনি।

    বছর কয়েক আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ তকমা পেয়েছে। কেন্দ্রের চেষ্টাতেই এই স্বীকৃতি মিলেছে বলে ২ দিন আগে ‘মন কী বাত’ অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি,কেন্দ্রের চেষ্টাতেই এই স্বীকৃতি পাওয়া গিয়েছে।

    এর আগে রাজ্যে সভা করতে এসে ‘জয় শ্রীরাম’-এর বদলে ‘জয় মা দুর্গা’ বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীকে।

    আর মহাষ্টমীর দিনে চিত্তরঞ্জন পার্কে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে একটি মহল। ভোটমুখী বাংলাকে মাথায় রেখেই কি প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বলে প্রশ্ন তুলেছেন তাঁরা?

    তবে রাজনৈতিক কোনও প্রসঙ্গ না তুললেও সোশ্যাল মিডিয়াতে চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন,‘চিত্তরঞ্জন পার্ক, বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে।’ সকলের সুখ ও কল্যাণের জন্যে প্রার্থনা করেছেন তিনি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

  • Link to this news (এই সময়)