• নবমীর সকালেই দুর্যোগের মেঘ! এই ছয় জেলা ঝড়ে-জলে ছারখার হবে কিছুক্ষণেই? হাওয়া অফিসের লেটেস্ট আপডেটে মনখারাপ...
    আজকাল | ০১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অষ্টমীর বিকেলে সন্ধে তখন। কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল। কোথাও ঝিমঝিম, কোথাও বৃষ্টি একটু বেশি। পুজোর মাঝেই যে দুর্যোগ ঘনাবে, সেই পূর্বাভাস ছিল আগে থেকেই। পূর্বাভাস সত্যি হবে কি? আশঙ্কা ছিল প্রবল।

    অষ্টমী পেরোতেই, নবমীর আবহাওয়া দপ্তরের আপডেটের দিকে নজর ছিল। নবমীর সকালে হাওয়া অফিসের আপডেট, ১ অক্টোবর সকাল সাতটার পরবর্তী কয়েক ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

    একইসঙ্গে, হাওয়া অফিস জানাচ্ছে, সকাল সাতটার পরবর্তী দু-তিন ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাসের সম্ভাবনা। বাতাসের গতি হওয়ার সম্ভাবনা ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। 

    নবমীতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বৃষ্টিতে ভাসবে? নাকি খটখটে রোদ?

    হাওয়া অফিস জানাচ্ছে- মূলত মেঘলা থাকবে মহানগরের আকাশ, দিনভরই। শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। অন্যদিকে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৫.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। 

    তবে বৃষ্টি থেকে রেহাই নেই আপাতত। নবমীতেই ক্ষান্ত হবে না বর্ষণ। বুধের পর, বৃহস্পতিতেও চলবে জেলায় জেলায় তাণ্ডব। উত্তর, দক্ষিণ, দু' বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়ায়। এই চার জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হুগলি, নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা।  

    বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

     শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 
  • Link to this news (আজকাল)