বেশি ভিড় এড়াতে ত্রিধারায় বিশেষ নাচ বন্ধে চিঠি পুলিশের
আনন্দবাজার | ০১ অক্টোবর ২০২৫
উত্তরে সন্তোষ মিত্র স্কোয়ারেরপুজো নিয়ে পুলিশের পক্ষ থেকে আপত্তি জানানোর পরে এ বার দক্ষিণে ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে বিশেষ নাচকে কেন্দ্র করে আপত্তির কথা জানাল পুলিশ। ওইনাচ দেখতে আসা দর্শকদের ভিড় পশ্চিমে ট্রায়াঙ্গুলার পার্ক এবং পূর্বে দেশপ্রিয় পার্ক ছুঁয়ে ফেলছে বলে খবর। পরিণতিতে পুজোরভিড় সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে। দর্শনার্থীদেরভিড়ের চাপে রাস্তায় যানজট ছাড়াও ওই পুজোকে কেন্দ্র করে কালীঘাট মেট্রো স্টেশনেও ভিড় বাড়ছে বলে খবর।
ত্রিধারার পুজোয় এ বার উত্তর ভারতের অঘোরী সম্প্রদায়ের শিব উপাসনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেই পুজোকে কেন্দ্রকরে মণ্ডপের বাইরে এক জায়গায় এবং ভিতরে দু’টি জায়গায় ওই উপাসনার অঙ্গ হিসাবে নাচ যুক্তকরা হয়েছিল। কিন্তু, ওই নাচ দেখতে আসা দর্শকদের বিপুল ভিড় মণ্ডপে বিপত্তির পরিস্থিতি তৈরি করছেবলে অভিযোগ। পুলিশের নজরে এই ঘটনা আসার পরে রবীন্দ্রসরোবর থানার ওসি পুজোর উদ্যোক্তাদের চিঠি দিয়ে অবিলম্বে নাচ বন্ধ করতে বলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে পুলিশের চিঠি পাওয়ার পরে সেই নাচ বন্ধ করার প্রশ্নেসম্মত হওয়ার কথা জানানোহয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোউদ্যোক্তাদের একাংশ অবশ্য ভিন্ন মত পোষণ করছেন। তাঁদেরঅভিযোগ, ভারসাম্য রাখার ছবি তুলে ধরতেই পুলিশের পক্ষ থেকেওই পুজোয় বিশেষ নাচ বন্ধ করা হয়েছে। তাঁদের ক্ষেত্রে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবস্থা নিয়েছে।
এ ছাড়া, অনুমতি ব্যতীত মণ্ডপের উচ্চতা বৃদ্ধি এবং আলোকসজ্জার জন্য দেশপ্রিয় পার্কের পুজোর আলো অষ্টমীর রাতের দিকে নিভিয়েদেয় পুলিশ।