• যানজটের হদিস দিতে কন্ট্রোল রুম থেকেই মাইকে ঘোষণা
    আনন্দবাজার | ০১ অক্টোবর ২০২৫
  • পুজোর ভিড় সামলানোর ক্ষেত্রে কলকাতা পুলিশের নামডাক থাকলেও পুলিশকে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে। পুজোর ক’দিন যাতে শহরে যান চলাচল কিছুটা স্বাভাবিক রাখা যায়, তার জন্য লালবাজারের ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে মাইকের মাধ্যমে কোন কোন রাস্তায় যানজট আছে, তা ঘোষণা করা হচ্ছে । যার ফলে আগে থেকেই গাড়িচালকেরা সতর্ক হয়ে যাচ্ছেন এবং সেই সমস্ত রাস্তা এড়িয়ে চলছেন। আবার, কোন কোন রাস্তা এড়িয়ে চললে যানজটে কম ভুগতে হবে, তা-ও লালবাজারের ওই ব্যবস্থার মাধ্যমে জেনে যাচ্ছেন তাঁরা। যে সমস্ত বিকল্প রাস্তায় গাড়ির চাপ কম, তারও হদিস ওই মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে আগে ভাগেই। সূত্রের খবর, এর জন্য শহরের প্রায় ২৫টি গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে সাউন্ড সিস্টেম। যার নিয়ন্ত্রণ থাকছে লালবাজারের ট্র্যাফিক কন্ট্রোল রুমের হাতে। সেখান থেকেই পুলিশ অফিসারেরা গোটা শহরের উপরে নজর রাখছেন এবং ওই ঘোষণা করছেন। পুজোর সময়ে এই ব্যবস্থায় সাফল্য এলে শহরের আরও কিছু জায়গায় ওই সাউন্ড সিস্টেম বসানো হবে বলে পুলিশ সূত্রের খবর।

    ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, লালবাজারের ট্র্যাফিক কন্ট্রোল রুমে রয়েছে বিভিন্ন রাস্তায় নজরদারির জন্য থাকা সিসি ক্যামেরার মনিটর। যার মাধ্যমে কন্ট্রোল রুম থেকেই যান চলাচলে নজর রাখা হয়। পুজোর সময়ে মনিটরের পর্দায় কোনও রাস্তায় যানজটের ছবি দেখা গেলেই পুলিশ সাউন্ড সিস্টেমের মাধ্যমে সেই এলাকার রাস্তায় থাকা গাড়ির চালকদের সতর্ক করতে ঘোষণা করছে। এমনকি, যানজট এড়ানোর জন্য বিকল্প কোন রাস্তা ধরা যায়, তা-ও বলে দেওয়া হচ্ছে লালবাজারের কন্ট্রোল রুম থেকে।

    প্রসঙ্গত, কয়েক দিন আগেই এক রাতের প্রবল বর্ষণে বানভাসি হয়েছিল গোটা শহর। ভেসেছিল পার্ক সার্কাস সাত মাথার মোড়ও। যার জেরে পুলিশ মা উড়ালপুলে গাড়ি নামা এবং ওঠা বন্ধ করে দিয়েছিল। এর ফলে গাড়ির চালকদের যাতে অসুবিধা না হয়, তার জন্য আগে থেকেই বিভিন্ন জায়গায় (ই এম বাইপাসের যেখান থেকে মা উড়ালপুলে গাড়ি উঠছে) ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ঘোষণা করেছে পুলিশ। তাতে সাফল্যও মিলেছিল বলে পুলিশের দাবি।

    ট্র্যাফিক পুলিশের দাবি, ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে মাইকের মাধ্যমে ওই ঘোষণার ফলে চালকেরা আগে থেকেই জেনে নিতে পারছেন, কোন রাস্তা বন্ধ থাকছে, বিকল্প কোন রাস্তা খোলা রয়েছে। আগামী দিনে গোটা শহরে এই ব্যবস্থা চালু করা হলে চালকেরা সহজেই যানজটপূর্ণ রাস্তা এড়িয়ে যেতে পারবেন।
  • Link to this news (আনন্দবাজার)