সপ্তমীর রাত থেকে অষ্টমীর দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় চারটি দুর্ঘটনায় জখম হলেন পাঁচ জন। এর মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের চিকিৎসা চলছে।
লালবাজার জানিয়েছে, সোমবার, সপ্তমীর রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে প্রগতি ময়দান থানা এলাকার ই এম বাইপাসের সার্ভিস রোডে। গাড়ির ধাক্কায় জখম হন এক মোটরবাইক আরোহী। তাঁর নাম মহম্মদ আরমান। তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে পুলিশ। দ্বিতীয় ঘটনাটি ঘটে ওই দিনই রাতে মানিকতলা থানা এলাকার বাগমারি মোড়ের কাছে। সেখানে স্কুটার এবং মোটরবাইকের সংঘর্ষে জখম হন দু’জন। তাঁদের নাম শিবু দে এবং সৌরভ দাস। দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সপ্তমীর রাতে তৃতীয় ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টরে। পুলিশ জানায়, সেখানে একটি ট্যাক্সির ধাক্কায় জখম হন এক মোটরবাইক আরোহী। তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে। অন্য ঘটনাটি ঘটে মঙ্গলবার, অষ্টমীর দুপুরে ময়দান থানা এলাকার খিদিরপুর রোডে। একটি মোটরবাইকের ধাক্কায় জখম হন এক সাইকেল ভ্যান চালক। নন্দকিশোর পাসওয়ান নামে ওই চালককে পিজিতে ভর্তি করানো হয়েছে। বাইক নিয়ে পালিয়ে যান অভিযুক্ত চালক।