অষ্টমীর রাতে হাওড়ায় গুলি করে খুন! নেপথ্যে বিহারি গ্যাং? তদন্তে পুলিশ
প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
অরিজিত গুপ্ত, হাওড়া: অষ্টমীর রাতে গুলি করে খুন। মৃত্য়ু এক ব্যক্তির। মৃতের নাম সুরেশ যাদব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া থানা এলাকার বন বিহারী বোস লেনে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। উৎসবের রাতে প্রকাশ্য এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রীতিমতো হুড়োহুড়ি পর্যন্ত পড়ে যায়।
জানা গিয়েছে, মৃত সুরেশ বিহার পাটনার বাসিন্দা। গত কয়েকদিন আগেই হাওড়ায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, সুরেশের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। এমনকী বিহারের জেলে ৭ থেকে ৮ বছর ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতা থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পিছনে বিহারের গ্যাং থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এই বিষয়ে আরও গভীরে গিয়ে খতিয়ে দেখতে শুরু করেছ পুলিশ।
জানা গিয়েছে, বিহারের পাটনার বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর রাতে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই ৫ থেকে ৬ জন যুবক বাইকে করে গিয়ে সুরেশকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়, হাওড়া থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হাওড়ায় সুরেশ কেন এসেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। যে আত্মীয়ের বাড়িতে উঠেছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। অন্যদিকে বাইকে চেপে যে সমস্ত আততায়ী এসেছিল তাঁদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।