সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি! সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ
প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
গোবিন্দ রায়: প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে চুরি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইডিএফ হাসপাতালের পিছনে ৫৩৮ নং যোধপুর পার্কের বাড়িতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে ট্যাবে লিখতেন সেটি খোয়া গিয়েছে বলে লেক থানায় অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহিত্যিক গত ২৩ তারিখে শেষ ওই ট্যাবে লিখেছেন। তাঁর বাড়িতে বেশকিছু লোকের আনাগোনা রয়েছে। কিন্তু কীভাবে ট্যাবটি খোয়া গিয়েছে এখনও তা স্পষ্ট নয়। কেউ বা কারা সেটি হাতে নিয়ে চম্পট দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই বাড়ির সিসিটিভি দেখে বিষয়টি শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। গত সাত দিনের সিসিটিভির ফুটেজ এক জায়গায় এনে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে খবর পেয়ে সাহিত্যিকের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।