• নবমীতে রাত জাগা শহর, শেষ মেট্রো কখন? জেনে নিন কলকাতা মেট্রোর সময়সূচি
    এই সময় | ০১ অক্টোবর ২০২৫
  • আজ, বুধবার মহা নবমী। দুর্গাপুজোর একেবারে অন্তিম লগ্ন। এর পরে আবার একটা বছরের অপেক্ষে। আনন্দের মাঝেও বিষাদের ছায়া। সারা রাত জেগে ঠাকুর দেখা বা প্যান্ডেল হপিংয়ের পরে অনেকেই এখন চিন্তা করছেন— শেষ মেট্রো কখন? কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য পুজোর বিশেষ সময়সূচি ঘোষণা করেছে।

    নবমীর রাতে ভিড় সামাল দিতে এবং উৎসবের মরশুমে শহরের মানুষকে স্বস্তি দিতে মধ্যরাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। তাই যাঁরা ভিড়ের চাপ এড়াতে চান, তাঁদের জন্য মেট্রোই প্রধান ভরসা।

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৪৭ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৪৮ মিনিটে।

    নবমীতে গ্রিন লাইনেও মেট্রো চলবে ভোররাত পর্যন্ত। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে ১৮ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্যে শেষ মেট্রো ভোর ৪টে ৬ মিনিটে।

    এই লাইনের মেট্রো পরিষেবা অপেক্ষাকৃত কম। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে এবং জয় হিন্দ থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে।

    জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বিস্তৃত লাইন। জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০ মিনিটে এবং মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৫৫ মিনিটে।

  • Link to this news (এই সময়)