বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এ কী লিখলেন? দেখে চক্ষু চড়কগাছ সবার, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ...
আজকাল | ০১ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শিক্ষার খরচ নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। সম্প্রতি এক সরকারি বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের লেখা চেক ঘিরে চরম বিতর্ক। ভারতে শিক্ষার খরচ দ্রুত হারে বাড়ছে, যা বহু অভিভাবকের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শহুরে এলাকায় উচ্চমাধ্যমিক স্তরের স্কুল ফি আকাশছোঁয়া হয়ে উঠছে। কিন্তু পাশাপাশি যেই প্রশ্নটা থেকে যাচ্ছে তা হল শিক্ষার মান। আর ঠিক এই সময়ে আলোচনার ঝড় তুঙ্গে ওঠে হিমাচল প্রদেশে বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের লেখা চেক ঘিরে। সেই চেক এর একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে সিমৌর জেলার রোনহাট এলাকার এক সরকারি স্কুলে। প্রধাণ শিক্ষক একটি চেক ইস্যু করেছিলেন ৭,৬১৬ টাকার। সংখ্যায় লেখা একদম ঠিক কিন্তু কথায় লেখা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তিনি লিখেছেন, " সেভেন থার্সডে সিক্স হরেন্দ্র সিক্সটি রুপি অনলি"।
এই পোস্টটি ২৯ শে সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক আলোড়ন তোলে। ইতিমধ্যেই দু হাজার ভিউ অতিক্রম করেছে৷ শুধু তাই নয় কমেন্ট সেকশনে ছড়িয়ে পড়ছে রসিকতা, ক্ষোভ, তীব্র কটাক্ষ।
এক ব্যবহারকারী লিখেছেন, "এই যদি প্রধাণ শিক্ষকের অবস্থা হয় তবে সেই বিদ্যালয়ের পড়ুয়াদের ভবিষ্যৎ কী?" অন্য একজন লিখেছেন, "সমাজ ও দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছেন এই সমস্ত শিক্ষকেরা "। আবার কেউ লিখছেন, " রিজার্ভেশন হটাও, দেশ বাঁচাও"।
ব্যাঙ্ক অবশ্য চেকটি বাতিল করেছে, এর বদলে স্কুল কর্তৃপক্ষকে নতুন চেক ইস্যু করতে বলা হয়েছে। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। এই ছবি ভাইরাল হয়ে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে এক প্রবল বিতর্ক উস্কে দিয়েছে।
যদিও এই ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষকের সমর্থন নিয়ে অনেকের মন্তব্য করেছেন, যে এমন বানান ভুল তো হতেই পারে। তবুও নেটিজেনদের একাংশ এই ঘটনার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন।
এই ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উপর চাপ বাড়ছে। শিক্ষা মানে কেবল পড়ানো তা নয়, বরং দায়িত্ব ও শুদ্ধতার প্রশ্নও যে তার সঙ্গে জড়িয়ে থাকে, হিমাচল প্রদেশের বিদ্যালয়ে ঘটা এই ঘটনা আবারও তা মনে করিয়ে দেয়।