আজকাল ওয়েবডেস্ক: বর্ষীয়ান নেতা। দীর্ঘদিনধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার মাঝেই বুধবার জানা গেল, গুরুতর অসুস্থ হওয়ার কারণে, বর্ষীয়ান কংগ্রেস নেতাকে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রবল জ্বর এবং পায়ে ব্যাথার সমস্যায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। জানা যায়, কংগ্রেস সভাপতি এবং বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়্গেকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কংগ্রেস নেতার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর ছেলে প্রিয়ঙ্ক খাড়্গে জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়্গেকে শারীরিক অবস্থার বিচারে পেসমেকার বসানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তিনি জানিয়েছেন, বর্তমানে স্থিতিশীল রয়েছে তাঁর শারীরিক অবস্থা।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ৭ অক্টোবর খাড়গের কোহিমা সফরে যাওয়া স্থির হয়েছে আগেই দলের পক্ষ থেকে। নাগা সলিডারিটি পার্কে একটি জনসভায় ভাষণ দেওয়া তাঁর সফরের অংশ হিসেবেই যুক্ত হয়েছে আগেই। নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, লোকসভার সাংসদ এস সুপোংমেরেন জামির, কোহিমার কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনে এই বার্তা ঘোষণা করেছিলেন।
জামিরের মতে, কংগ্রেস সমাবেশে কমপক্ষে ১০,০০০ লোকের সমাগম আশা করছে। তিনি বলেন, 'নিরাপদ গণতন্ত্র, নিরাপদ ধর্মনিরপেক্ষতা এবং নিরাপদ নাগাল্যান্ড' বিষয়ের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানে যুব কর্মসংস্থান, উদ্যোক্তা, সুশাসন এবং সড়ক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরা হবে।
ওই সমাবেশের পরে খাড়্গে এবং কংগ্রেস রাজনৈতিক বিষয়ক কমিটি, প্রো-কমিটির (ডিসিসি) সিনিয়র সদস্য এবং জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের মধ্যে পৃথক বৈঠক করবেন।
কংগ্রেস সাংসদ জোর দিয়ে বলেন, এই সমাবেশটি কেবল একটি দলীয় অনুষ্ঠান নয়, বরং নাগাল্যান্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি রাজনৈতিক মঞ্চও। তিনি নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের, সমাবেশে যোগদান এবং তাদের উদ্বেগ, নানা বিষয়ে মতামত প্রকাশ করার জন্য আবেদন করেছেন, তাঁর মতে, গোটা বিষয়টি এগিয়ে নিয়ে যেতে পারেন আঞ্চলিক নেতারাই।
হাত শিবিরের পক্ষ থেকে স্থির হয়, খাড়গে জাতীয় নেতাদের সঙ্গে থাকবেন, যার মধ্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল এবং দলের নাগাল্যান্ড ইনচার্জ, ওড়িশার সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা এবং অন্যান্য নেতারা থাকবেন। জামির উল্লেখ করেন যে কংগ্রেস হাইকমান্ড এই উদ্বেগগুলি সমাধানের বিষয়ে গুরুতর এবং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং নাগাল্যান্ডের ভবিষ্যত রক্ষার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্মে আন্দোলনে যোগদানের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানাতে পারে।
আয়োজক কমিটির সহ-আহ্বায়ক এবং নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস কমিটির (এনপিসিসি) সাধারণ সম্পাদক আকুওনুও মিয়াচিও সহযোগিতার আবেদন জানিয়েছেন এবং সকল নাগরিককে নাগাল্যান্ডের প্রতিটি ঘরে সমাবেশের বার্তা পৌঁছানোর জন্য উৎসাহিত করেছেন। তবে বর্ষীয়ান কংগ্রেস নেতার অসুস্থার পর, তিনি আর ওই সফরে যেতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।