• নৃশংস শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল! গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল ও বাসচালক, সত্য জানলে শিউরে উঠবেন ...
    আজকাল | ০১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার পানিপাতে সম্প্রতি চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। সাত বছরের একটি শিশুকে শ্রেণীকক্ষের জানালার সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা জেনে গ্রেপ্তার করা হয়েছে স্কুলের স্কুলের প্রিন্সিপাল এবং বাস চালককে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপাতের সৃজন পাবলিক স্কুলে। 

    ভাইরাল হওয়া ভিডিওটা দেখা গিয়েছে একটি শিশুকে দড়ি দিয়ে বেঁধে জানালার গড়াদের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিযোগ, সে হোমওয়ার্ক না করায় এই শাস্তি দেওয়া হয়। একইভাবে আরেকটি ভিডিওতে দেখা যায় স্কুলে প্রিন্সিপাল রিনা এক ছাত্রকে সবার সামনে চড় মারছেন। ঘটনা প্রকাশ্যে আসার পরও অভিযুক্ত প্রিন্সিপাল অনুতাপ দূরে থাক নিজের কর্মকাণ্ডকে ন্যায্য বলেই দাবি করছেন। তাঁর বক্তব্য, "ছাত্ররা দুজন ছাত্রীকে বিরক্ত করছিল। আমি আগেই তাদের অভিভাবকদের জানিয়েছিলাম। তারপরে শাস্তি দেওয়া হয়েছে।" 

    প্রসঙ্গত, ঘটনাগুলি ঘটে গত অগাস্ট মাসে। তবে সম্প্রতি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে। 

    ছোট্ট ছেলেটির মা ডলি জানান, তাঁর ছেলে সদ্য স্কুলে ভর্তি হয়েছে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন খোদ প্রিন্সিপাল রিনা। তাঁর কথায়, "ওকে বাস চালক অজয়ের হাতে তুলে দেন প্রিন্সিপাল নিজেই। "

    ঘটনার পর একাধিক মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন মন্তব্য করেন, " এটা কোন শাস্তি নয়, এটা স্পষ্ট নির্যাতন। ওই মহিলার জেল হওয়া উচিত।" অন্য একজন ব্যবহারিক বলেন, " মানবিকতা যেন মানুষের ভেতর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে"।

    একজন লেখেন, "আমাদের সময়েও শিক্ষকরা কড়া ছিলেন। কিন্তু তখনকার শাস্তি আর এখনকার মারধরের মধ্যে আকাশ-পাতাল ফারাক। এখনকার শিক্ষকরা নিজেদের পারিবারিক রাগ শিশুর উপর ঝাড়ছেন।" আরো একজনের ক্ষোভ, " ভারতে পাবলিক স্কুল আর হাসপাতাল এখন রীতিমত প্রহসন হয়ে উঠেছে। "

    ঘটনার জেরে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ - এর অধীনে মামলা দায়ের করেছে মডেল টাউন থানার পুলিশ। পানিপাত পুলিশের তরফে জানানো হয়েছে ভূপেন্দ্র সিংহ, আই পি এস - এর তত্ত্বাবধানে দ্রুত তদন্ত শুরু হয়েছে। ঘটনার ভিডিও হাতে আসার পর পরই তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে স্কুলে পৌঁছন এসপি স্বয়ং৷ 

    পুলিশ আশ্বস্ত করেছে, শিশুদের উপর এমন অমানবিক আচরণে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনসম্মত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্ত জারি রয়েছে পুরোদমে। 

     
  • Link to this news (আজকাল)