সাগরে তৈরি নতুন নিম্নচাপ অঞ্চল, নিম্নচাপের ব্যাপক প্রভাবে অক্টোবরের শুরুতেই তছনছ হবে বাংলা! পুজোর মাঝেই ভয় ধরানো আপডেট এল সামনে...
আজকাল | ০১ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নবমী। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। বেশকিছু জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পুজো জুড়ে বৃষ্টির সতর্কতা থাকলেও, ব্যাপক বৃষ্টিতে পুজো পণ্ড হয়নি। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। তবে পুজো মিটতেই ফের শুরু হবে ঝড়-জল। তেমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের আপডেটে। কী জানাচ্ছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে তথ্য, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে, এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে একই অঞ্চলের উপর একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে, এটি আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ৩ অক্টোবর ভোরে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এর প্রভাবে ওই সময়কালে বাংলার জেলায় জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তথ্য, ৩০শে সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ২ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত বঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময়ে উত্তাল হবে সমুদ্র। ইতিমধ্যে নির্দিষ্ট সময়কালে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২ অক্টোবর-দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, কলকাতা, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার বিক্ষিপ্ত জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি)হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিক্ষিপ্ত অংশে ৭ থেকে ১১ সেমি বৃষ্টির সম্ভাবনা।
৩ অক্টোবর- দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা । বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ওইদিন, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়-জলের সম্ভাবনা রয়েছে ওইদিন।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
৪ অক্টোবর- ৪ অক্টোবর বীরভূম ও মুর্শিদাবাদের নানা অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।