দেশপ্রিয় পার্কের পুজো ফের হল বন্ধ, কারণ জানলে চমকে যাবেন
আজকাল | ০১ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চতুর্থীর পর অষ্টমী। ফের বন্ধ হল দেশপ্রিয় পার্কের পুজো। তবে সাময়িক। জানা গেছে, মণ্ডপের আলো বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। এর ফলে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় দেশপ্রিয় পার্কের পুজো।
সূত্রের খবর অষ্টমীর রাতে নিভিয়ে দেওয়া হয় মণ্ডপের আলো। জানা গিয়েছে, দেশপ্রিয় পার্কের পাশেই ত্রিধারা সম্মিলনীর পুজো। দর্শনার্থীদের রুট বদলের চেষ্টা করায় আপত্তি ছিল ক্লাব কর্তৃপক্ষের। এরপরেই মণ্ডপের আলো নিভিয়ে প্রবেশ বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। যদিও ১৫ মিনিট বন্ধ রাখার পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ।
এটা ঘটনা, অষ্টমীর সন্ধেয় কলকাতার রাজপথে কার্যত ছিল জনজোয়ার। কলকাতার অন্যতম পুজোগুলির একটি ত্রিধারা সম্মিলনীতে উপচে পড়া ভিড়। তাই নিরাপত্তার কথা ভেবে ‘অঘোরী নৃত্যে’র লাইভ শো বন্ধের নির্দেশ দিল কলকাতা পুলিশ। এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে আপত্তি জানিয়েছিল কলকাতা পুলিশ। তা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক।
প্রসঙ্গত, ত্রিধারা সম্মিলনীতে আয়োজন করা হয়েছিল বিশেষ লাইভ অনুষ্ঠান, অঘোরী নৃত্য। মহাদেবের একটা রূপ শান্ত এবং অপরটা রুদ্র রূপ। মহাদেবের সেই রুদ্ররূপ উপস্থাপনা করা হচ্ছিল নৃত্যের মাধ্যমে। যা দেখতে উপচে পড়ছিল ভিড়।
জানা গিয়েছে, পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, তা নিশ্চিত করতেই এই লাইভ শো বন্ধ করেছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগে সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। পুজো কমিটিকে চিঠি দেওয়া হয়েছিল। পঞ্চমীর দিন মহম্মদ আলি পার্কের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। মণ্ডপের আলো নিভিয়ে দেওয়া হয়।