• সিপিএমের বইয়ের স্টলের সামনে তরুণীর নাচ, ভিডিও দেখে প্রশংসায় ভরালেন কুণাল, উসকে দিলেন নয়া প্রশ্ন...
    আজকাল | ০১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শারদ আনন্দে মেতে উঠেছে বাংলা। কলতকাতা থেকে জেলা- ঠাকুর দেখা, ভিড়, আড্ডা। মহানগর হোক বা শহরতলী- জনপ্রিয় সব মণ্ডপের কাছেই বইয়ের স্টল দিয়েছে সিপিআইএম। এগুলির বেশিরভাগেতেই পুজোর সন্ধ্যায় চলছে ছিমছাম সাংস্কৃতিক অনুষ্ঠান। সিপিআইএমের বইয়ের স্টলে এমনই এক অনুষ্ঠানে একজন তরুণীর নাচ দেখে প্রশংসায় ভরালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

    সোশ্যাল মিডিয়ায় তরুণীর নাচ দেখে তাঁর ভাল লাগার কথা খোলাখুলি স্বীকার করেছেন কুণাল ঘোষ। বলেছেন, "সিপিএমের সঙ্গে বিরোধ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরমেন্স খুব ভাল লাগলো। যে কোনও দল যখন কঠিন সময়ে থাকে, তখন মেদ ঝরা উপস্থিতির এই তারুণ্যের ঝলক স্বাস্থ্যকর।"

    কুণালের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, উত্তরপাড়ার কোনও এক পুজো মণ্ডপের কাছে সিপিআইএমের বইয়ের স্টলের বাইরে কবি সুকান্ত ভট্টাচার্যর রানার কবিতার সঙ্গে ছন্দে তাল মিলিয়ে নাচছিলেন ওই তরুণী।

    তবে, তরুণীর নাচের প্রশংসা করলেও কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকের দলকে রাজনৈতিক খোঁচা দিতে ছাড়লেন না কুণাল। লিখলেন, "সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিবিরোধী ভোট নষ্ট করা। একটি ভোটও দেবেন না ওদের। কিন্তু নতুনরা এই ধরণের পারফরম করলে ভাল লাগে। একজন রাজনীতিমনস্ক তরুণী। মঞ্চ নয়, রাস্তাতেই সাধনা উজাড় করে দিচ্ছে।"

    বামমনস্ক তরুণীর নাচের ভিডিও তুলে ধরে কী নিজের দলের তরুণ-তরুণীদের প্রতিও বার্তা ছুড়ে দিলেন কুণাল ঘোষ? সেই প্রশ্নও উঠেছে। কারণ নিজের পোস্টে তৃণমূল নেতা লিখেছেন, "আমার দলের নতুন প্রজন্মেও অনেকে আছে; তবু, এধরণের ডেডিকেশন আরও বাড়ানো দরকার।" অর্থাৎ এক তরুণীর নাচকে সামনে রেখেই অনায়াসে রাজনীতির নতুন প্রশ্ন উস্কে দিলেন কুণাল।
  • Link to this news (আজকাল)