অষ্টমীর রাতে গুলি চালানোর ঘটনা হাওড়া শহরে। হাওড়ার বিনোদবিহারী বোস রোডে এক ব্যক্তিকে গুলি চালানোর অভিযোগ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুরেশ যাদব। তিনি বিহারের পাটনার গোপালগঞ্জের বাসিন্দা। অষ্টমীর রাত ন'টা নাগাদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি, আচমকাই পাঁচ-ছয় জন যুবক বাইকে চেপে এসে তাঁকে গুলি চালিয়ে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিহারের বাসিন্দা সুরেশ যাদব দুদিন আগেই হাওড়ায় এসেছিলেন। হাওড়ায় এক আত্মীয়ের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে এসেছিলেন তিনি। সুরেশ যাদবের স্ত্রী গোপালগঞ্জের পঞ্চায়েত প্রধান বলে জানা গিয়েছে। সুরেশ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সেখানে নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। সেই শত্রুতা থেকেই এই খুনের ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।