প্রয়াত বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়
বর্তমান | ০১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মধ্যেই রাজ্য রাজনীতিতে শোকের ছায়া। প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক বনমালী রায়। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। আজ, বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।বনমালী রায় পাঁচবারের ধূপগুড়ির বিধায়ক ছিলেন। একইসঙ্গে রাজ্যের তফশিলি ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি। জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন। সিপিএমের জোনাল সম্পাদক সহ একাধিক দলীয় পদে ছিলেন তিনি। দলের বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।