• নবমীতেই বৃষ্টিতে ভিজল কলকাতা, দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ০১ অক্টোবর ২০২৫
  • ষষ্ঠী আর সপ্তমীতে স্বস্তির আবহাওয়া থাকলেও নবমী থেকেই রাজ্যে ফের শুরু হল বৃষ্টি। মঙ্গলবার রাত থেকে আকাশের মুখ ভার ছিল। বুধবারে দুপুর গড়াতেই কলকাতা-সহ আশপাশের এলাকায় নামল প্রবল বৃষ্টি। ফলে নবমীর আনন্দে ভাটা পড়লেও আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নবমীর দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। নবমীর বিকেল নাগাদ সেটি নিম্নচাপের আকার নিতে পারে। তার জেরেই আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে।

    বিশেষত দশমীর দিন, অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ও শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর শুরুর দিনগুলোয় স্বস্তি দিলেও শেষের দিকে নিজের ‘ফর্ম’-এ ফিরছে বৃষ্টি।

    উত্তরবঙ্গেও একই ছবি। নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিছুটা বাড়লেও দশমীতে দার্জিলিং-সহ পাঁচ পাহাড়ি জেলায় দুর্যোগের আশঙ্কা প্রবল। একাদশী ও দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে মালদহ ও দুই দিনাজপুর জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

    ফলে পুজোয় মণ্ডপে ভিড় জমলেও শেষের কয়েকটা দিন বৃষ্টিতেই ভিজবে— এমনটাই স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দপ্তর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)