• উৎসবের আবহে দুঃসংবাদ, আবারও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় নতুন দাম কত?
    প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উৎসবের মাঝেই দাম বাড়ল রান্নার গ্যাসের। মাসের শুরুতে গ্যাসের দামে পরিবর্তন হয়। সেই মতো এক ধাক্কায় প্রায় ১৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও গৃহস্থালির ঘরে ব্যবহৃত ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৬ টাকা বৃদ্ধির পর কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের নয়া দাম ১৭০০ টাকা। বর্ধিত এই দাম আজ বুধবার অর্থাৎ ১লা অক্টোবর থেকেই কার্যকর হবে। 

    গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। এক ধাক্কায় প্রায় ৫১ টাকা ৫০ পয়সা দাম কমে বাণিজ্যিক গ্যাসের। মূলত হোটেল-রেস্তরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। শুধু কলকাতাতেই নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম। প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে তা বেড়ে হয়েছে ১৫৮০ টাকা থেকে ১৫৯৫ টাকা। শুধু তাই নয়, মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৫৪৭ টাকা। অন্যদিকে চেন্নাইতে এই সিলিন্ডারের দাম বেড়ে ১৭৫৪ টাকা।

    বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। গত এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায় কেন্দ্র। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। আশা ছিল, পুজোর মুখে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম কমতে পারে। কিন্তু তা তো হল না, বরং ১৬ টাকা দাম বাড়ল ১৯ কেজি রান্নার গ্যাসের।
  • Link to this news (প্রতিদিন)