• কফ সিরাপ খেয়ে ১৫ দিনে মৃত্যু ৬ শিশুর, হুলস্থুল কাণ্ড মধ্যপ্রদেশে
    প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৫ দিনে কিডনি বিকল হয়ে মৃত্যু হল মোট ৬ জন শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দোয়ারা জেলায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল মিশ্রিত কাশির সিরাপ খাওয়ার পরেই তাদের মৃত্যু হয়েছে।

    জানা গিয়েছে, ওই শিশুদের শরীরে প্রথমে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি সাধারণ কিছু ওষুধ দেন। তার মধ্যে ছিল কাশির সিরাপ। সেগুলি খাওয়ার পর ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠছিল। কিন্তু কয়েকদিন পর আচমকা তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, তাদের প্রস্রাব বন্ধ হয়ে যায়। এরপরই কিডনিতে সংক্রমণ ছড়ায়। এরপর গত ১৫ দিনে একে একে মৃত্যু হয় ৬ শিশুর। পরিবার সূত্র জানা গিয়েছে, মৃত শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    এই ঘটনার পরই ছিন্দওয়াড়ার কালেক্টর শীলেন্দ্র সিং বিশেষ ওই দু’টি কাশির সিরাপ নিষিদ্ধ করেছেন। পাশাপাশি, চিকিৎসক, ওষুধের দোকানগুলিতে তিনি একটি বিবৃতিও জারি করেছেন। তিনি বলেন, “বায়োপসি রিপোর্টে কিডনি বিকল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গ্রামের গ্রাম জলের নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাতে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। সুতরাং কাশির সিরাপের বিষয়টিই জোরাল হচ্ছে।”
  • Link to this news (প্রতিদিন)