RSS-এর শতবর্ষে ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ মোদির, সংঘের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শতবর্ষ উপলক্ষে বুধবার নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংস্কৃতিকে রক্ষা দেশসেবায় আরএসএসের ভূমিকা ব্যাখ্যা করে এই সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, ”আরএসএস-এর গৌরবময় ১০০ বছর ত্যাগ, নিঃস্বার্থ সেবা, দেশ গঠন এবং শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ।
দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৯৬৩ সালে, আরএসএসের স্বেচ্ছাসেবকরাও ২৬শে জানুয়ারী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা দেশপ্রেম বুকে নিয়ে সগর্বে ও সম্মানের সঙ্গে পদযাত্রা করেছিলেন। সংঘের স্বেচ্ছাসেবকরা, যারা দেশসেবা এবং সমাজের উন্নতিতে নিরন্তর নিয়োজিত, তারই প্রতিফলন দেখা যাবে এই ডাকটিকিটে। এই স্মারক মুদ্রা এবং ডাকটিকিটগুলির জন্য আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “আগামিকাল বিজয়া দশমী। যে উৎসব অশুভের বিরুদ্ধে শুভর, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অসত্যের বিরুদ্ধে সত্যের ও অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়ের প্রতীক। ১০০ বছর আগে এই দিন আরএসএস প্রতিষ্ঠা হওয়া কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ। আমরা সৌভাগ্যবান যে সংঘের শতবর্ষ প্রত্যক্ষ করছি।” নয়া মুদ্রা প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি কোনও মুদ্রায় প্রকাশ করা হয়েছে। ১০০ টাকার স্মারক মুদ্রার একপাশে জাতীয় প্রতীক, অপর পাশে সিংহের মূর্তি ও ভারত মাতার ছবি রয়েছে। এতে খোদাই রয়েছে আরএসএসের মূল মন্ত্র।