• মুর্শিদাবাদে সাইবার জালিয়াতির অভিযোগে ধৃত যুবক, উদ্ধার প্রচুর নগদ ও ২৭টি এটিএম কার্ড
    প্রতিদিন | ০১ অক্টোবর ২০২৫
  • কল্যাণ চন্দ্র, বহরমপুর: পুজোর সময় বড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশের। সাইবার জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নগদ ও ব্যাঙ্কের একাধিক এটিএম কার্ড। ধৃতের নাম মনিরুল ইসলাম। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

    মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সাইবার জালিয়াতির অভিযোগ বিভিন্ন সময় পাওয়া যায়। বহু সাধারণ মানুষকে জালিয়াতদের খপ্পরে পড়ে প্রচুর টাকাও খোয়াতে হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন সময় পুলিশ অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হরিহরপাড়ার পুলিশ অভিযান চালায়। হরিহরপাড়ার ধরমপুরের বাসিন্দা আবদুল মজিৎ মণ্ডলের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তাঁর বছর ২৯ বয়সের ছেলে মনিরুল ইসলামকে পাকড়াও করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনের মোট ২৭টি এটিএম কার্ড উদ্ধার হয়। সিমগুলি বিভিন্ন ব্যক্তির নামে তোলা হয়েছিল। ঘর থেকে উদ্ধার হয়েছে মোট ৯০ হাজার টাকা।

    মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রিত সিং জানিয়েছেন, ধৃত সাইবার জালিয়াতির একটি দলের সাথে জড়িত। বিভিন্ন অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত একাধিক এটিএম কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলার কাজ করতেন অভিযুক্ত। ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত আছে। একটি বড়সড় চক্র কাজ করছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ধৃতকে আজ, বুধবার বহরমপুর আদালতে তোলা হয়েছে। মুর্শিদাবাদ সাইবার থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)