• চতুর্থী থেকে অষ্টমী শহরে গ্রেপ্তার ৩৪৮, ট্রাফিক আইন ভাঙার কতগুলি অভিযোগ জানেন?
    এই সময় | ০১ অক্টোবর ২০২৫
  • বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতোয়ারা মানুষ। রাত জেগে প্রতিমা দর্শন, ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া চলছে। নির্বিঘ্নে উৎসবের আয়োজন এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সজাগ কলকাতা পুলিশ। রাস্তায় ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারেও নির্দেশিকা রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের। তবে এর মাঝেও আইন লঙ্ঘন করছেন অনেকে।

    কলকাতা পুলিশ সূত্রে খবর, চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন কারণে আইন লঙ্ঘন করার জন্য মোট ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

    ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ মোট ৬২৮৪টি কেস ফাইল করেছে। এর মধ্যে বাইকে তিন জন যাত্রী থাকার জন্যে মোট ১২৪০টি, হেলমেট না থাকার জন্য মোট ৩২৩১টি, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ৫৬৮টি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫০৪টি এবং অন্যান্য মোট ৭৪১টি কেস নথিভুক্ত করা হয়েছে।

    দর্শনার্থীদের সুবিধার জন্যে এই বছরে ‘পুজো বন্ধু’ নামে একটি অ্যাপ চালু করেছে কলকাতা পুলিশ। ওই অ্যাপেই বিভিন্ন মণ্ডপে যাওয়ার জন্য দিক নির্দেশিকা, ম্যাপ, জরুরি পরিষেবার নম্বর দেওয়া হয়েছে। এমনকী, বিভিন্ন এলাকার ওষুধের দোকান, নিকটবর্তী মেট্রো স্টেশন, পার্কিং-এর জায়গা সম্বন্ধেও তথ্য পাওয়া যাবে এই অ্যাপে।

  • Link to this news (এই সময়)