গনগনে ক্ষোভের আগুন আঁচ পেতেই তড়িঘড়ি পদক্ষেপ কেন্দ্রের! উৎসবের মধ্যেই বড় ঘোষণা করল মোদি সরকার...
আজকাল | ০২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রের এই পদক্ষেপের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন পেনশনভোগীরাও। কেন্দ্রীয় সিদ্ধান্ত ১ জুলাই থেকে বর্ধিত হবারে ডিএ দেওয়া হবে। এই ঘোষণা উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিশ্ছিৎভাবেই সুখবর।
দেশের ১.২ কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগী ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের মূল বেতনের ৫৫ শতাংশ হারে ডিএ পান। এবার তা বেড়ে ৫৮ শতাংশে দাঁড়াল। গত তিন মাসের ডিএ একসঙ্গে অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
মোদি সরকার বছরে দু'বার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। চলতি বছরের শুরুতেই দুই শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মোদি সরকার। গত মার্চ মাস থেকে নতুন হারে ডিএ কার্যকর হয়। তার পরে আবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র।
কবে কার্যকর হবে জুলাই থেকে বর্ধিত বারে ডিএ? তা নিয়ে কৌতূহল ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। কিন্তু মোদি সরকার সেই ঘোষণা করছিল না। ফলে ক্ষোভ জন্মেছিল। গত মাসের শেষের দিকে মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) প্রদানে বিলম্বের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক কনফেডারেশন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেয়। লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথা উল্লেখ করে সংগঠনের তরফে কেন্দ্রকে উৎসবের মরসুমের আগে ডিএ এবং বোনাসের বিষয়ে আদেশ জারি করার আহ্বান জানানো হয়।
মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষোভের আঁচ করেই উৎসবের আবহে তড়িঘড়ি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
ভোক্তা মূল্য সূচক (সিপিআই)-এর উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বৃদ্ধির হিসাব করে কেন্দ্র। সপ্তম বেতন কমিশনের আওতায় এই তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হল। চলতি বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল কেন্দ্র। তবে তা এখনও কার্যকর হয়নি। ডিসেম্বরে শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। অর্থাৎ, এটাই সপ্তম বেতন কমিশনের আওতায় শেষ বার ডিএ বৃদ্ধি করল কেন্দ্র।