• ২০২৩ সালে ভারতে পণ-জনিত মামলা বেড়েছে ১৪ শতাংশ! তবে ব্যতিক্রম বাংলা ...
    আজকাল | ০২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে  পণ সম্পর্কিত অপরাধের অধীনে নিবন্ধিত মামলা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা বছর ধরে ১৫,০০০ টিরও বেশি মামলা রেকর্ড করা হয়েছে এবং ৬,১০০ টিরও বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

    এনসিআরবি-র 'ভারতে অপরাধ ২০২৩' রিপোর্টে বলা হয়েছে যে, ২০২৩ সালে পণ নিষিদ্ধকরণ আইনের অধীনে ১৫,৪৮৯টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। যা ২০২২ সালে ১৩,৪৭৯ এবং ২০২১ সালে ১৩,৫৬৮টি ছিল।

    উত্তরপ্রদেশে এই আইনের অধীনে সবচেয়ে বেশি ৭,১৫১টি মামলা হয়েছে। তালিকায় তারপরেই রয়েছে বিহার (৩,৬৬৫) এবং কর্ণাটক (২,৩২২)।

    পশ্চিমবঙ্গ, গোয়া, অরুণাচল প্রদেশ, লাদাখ এবং সিকিম-সহ তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ওই বছর পণ-সম্পর্কিত অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি।

    ২০২৩ সালে পণ জনিত মৃত্যুতে মোট ৬,১৫৬ জন প্রাণ হারিয়েছেন।

    পণ জনিত পাণহানিতে উত্তরপ্রদেশ তালিকার শীর্ষে রয়েছে। সে রাজ্যে ২০২৩ সালে ২,১২২ জনের মৃত্যু হয়েছে। এরপর বিহার ১,১৪৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে সারা দেশে ৮৩৩টি খুনের ঘটনায় পণকে উদ্দেশ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

    পণ নিষিদ্ধকরণ আইনের অধীনে, ২০২৩ সালে ৮৩,৩২৭টি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে ৬৯,৪৩৪টি মামলা পূর্ববর্তী বছরগুলির তুলনায় এগিয়ে নেওয়া হয়েছিল।

    কঠোর আইনের অধীনে পণ জনিত অপরাধে ২৭,১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২২,৩১৬ জন পুরুষ এবং ৪,৮৩৮ জন মহিলা।

     
  • Link to this news (আজকাল)