• দিল্লি হাইকোর্ট...
    আজকাল | ০২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর যৌথ সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির ইএমআই দিচ্ছেন স্বামী। কিন্তু মনে করলেই স্বামী সেই সম্পত্তির একক মালিকানা দাবি করতে পারবেন না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বৈদ্যানাথন শঙ্করের বেঞ্চ গত ২২ সেপ্টেম্বর এই মন্তব্য করেছেন।

    ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, "যখন কোনও সম্পত্তি স্বামী-স্ত্রীর যৌথ নামে নথিভুক্ত থাকে, তখন কেবল স্বামীই ইএমআই দিয়েছেন বলে, সেই সম্পত্তির একক মালিকানা দাবি করতে পারেন না।"

    আদালতের মতে, এমন দাবি করলে তা Prohibition of Benami Property Transactions Act-এর ধারা চার লঙ্ঘন করবে। ওই আইনে স্পষ্টভাবে বলা আছে, যাঁর নামে সম্পত্তি নথিভুক্ত, তাঁর বিরুদ্ধে প্রকৃত মালিক দাবি করে মামলা করা যাবে না।

    এই মামলায় স্ত্রী দাবি করেন, সম্পত্তির অতিরিক্ত অর্থের ৫০ শতাংশ তাঁর 'স্ত্রীধন'-এর অন্তর্ভুক্ত, যা হিন্দু আইনে মহিলার একক ও একচ্ছত্র সম্পত্তি হিসেবে গণ্য হয়। তাই সেটির ওপর তাঁরই একক অধিকার।

    আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, দম্পতির বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। ২০০৫ সালে মুম্বইয়ে একটি বাড়ি যৌথভাবে কেনেন তাঁরা। তবে ২০০৬ সাল থেকেই আলাদা থাকেন এবং সেই বছরই স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন, যা এখনও বিচারাধীন।

     
  • Link to this news (আজকাল)