সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর পর নবমীতেও অন্য মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর কলকাতার চালতাবাগানের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি। সঙ্গে ছিল কন্যা আজানিয়া। চালতাবাগানের পুজো এবার ৮১ বছরে পদার্পণ করল। এবার এই পুজোর থিম ‘আমি বাংলায় বলছি’। প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার বিকেলেও মেয়েকে নিয়ে কলকাতার মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
নবমীর দুপুরের পর আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে শহর কলকাতায়। যদিও কিছু সময় পর দুর্যোগ কেটে যায়। এদিন বিকেলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্যা আজানিয়াকে নিয়ে চালতাবাগানের পুজো মণ্ডপে পৌঁছন। ‘আমি বাংলায় বলছি’, এবার এই থিম চালতাবাগানের পুজোর। মণ্ডপের বিভিন্ন অংশ মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন তিনি। দুর্গাপ্রতিমা দর্শন করেন। শিল্পী মণ্ডপের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বলেন।
বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ‘অত্যাচারে’র ঘটনা ঘটেছে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে সেই দেশে পুশব্যাক করার ঘটনাও ঘটেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। বাংলা ভাষা ও বাংলার অপমানের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গতকাল, মঙ্গলবার মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে দমদমের জপুরের পুজো মণ্ডপে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক ও আজানিয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন মণ্ডপ। ঠাকুর প্রণাম সেরে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। সেখানেই অভিষেকের সঙ্গে দেখা করেন কয়েকজন পরিযায়ী শ্রমিক। অষ্টমীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। ভিনরাজ্যে অত্যাচারিত হয়ে ফিরে আসা শ্রমিকদের সমস্যার খোঁজখবর নেন অভিষেক। কীভাবে সংসার চলছে তা জানতে চান। হাতে তুলে দেন পুজোর উপহার। এরপর মেয়েকে পাশে নিয়েই অভিষেক ফুচকা খান পরিযায়ী শ্রমিকদের সঙ্গে।
এদিন চালতাবাগানের পুজো মণ্ডপে গিয়েও অভিভূত তৃণমূল সাংসদ। বাংলা ভাষার বিবর্তন, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা আন্দোলনকে মণ্ডপ তৈরির ভাবনায় জায়গা দেওয়া হয়েছে। এছাড়াও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয়। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলা গানের অসীম গুরত্ব ছিল। সেই অংশকেও শিল্পী মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে তুলে ধরেছেন। মণ্ডপে রয়েছে বাংলার মণীষীদের ছবি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর-সহ অন্যান্য মণীষীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।