কাঁসর বাজালেন। আরতিও করলেন। বুধবার নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে এ ভাবেই বেশ কিছুক্ষণ সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে সোজা চলে যান মন্দিরের ভিতরে। মন্দিরের গর্ভগৃহে পুরোহিতদের সঙ্গে সন্ধ্যারতিতে যোগ দেন তিনি। পুরোহিতেরা যখন আরতি করেন, তখন পাশে দাঁড়িয়ে কাঁসর বাজান মুখ্যমন্ত্রী। আরতিশেষে বাড়ি ফিরে যান তিনি।
পুজো শুরুর আগে একঝাঁক মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ছোট-বড়-মাঝারি বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। নবান্নে বসেই জেলার অনেক পুজোর উদ্বোধনও করেন মমতা। এ বারও তার অন্যথা হয়নি। তবে পুজোর ক’দিন পারতপক্ষে কোনও মণ্ডপে যান না তিনি। কালীঘাটে নিজের বাড়িতে বসেই পরিস্থিতির দিকে নজর রাখেন। তবে প্রায় প্রতি বছরই নবমীতে সন্ধ্যারতির সময় কালীঘাট মন্দিরে যান মুখ্যমন্ত্রী। এ বছর সন্ধ্যার সময় মন্দিরে গিয়ে আরতি সারলেন।
আর এক দিন বাকি। নবমী পেরোলেই দশমীতে বেজে উঠবে বিষাদের সুর। উমার বাড়ি ফেরার পালা। এ বছরের দুর্গাপুজোর প্রায় শেষ লগ্নে কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। উত্তর থেকে দক্ষিণ, মধ্য থেকে পূর্ব কলকাতা— রাস্তায় যেন জনজোয়ার। দীর্ঘ লাইন পেরিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরতে ক্লান্তি নেই মানুষের। বৃষ্টির আশঙ্কা থাকলেও ভিড়ের ছবির কোনও বদল হয়নি নবমীতে।